কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করায় দিনাজপুরের পার্বতীপুরে মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ড।
সাম্প্রতিক সময়ের কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ড কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পার্বতীপুর মুক্তিযোদ্ধাদের কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা সরকার শামীম আকতার, বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কয়েকশ বীরমুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পূর্বে মুক্তিযোদ্ধাদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে সমাবেত হয়।