নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে সাইকেল, শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এম.পি। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ওসি বাহাউদ্দিন ফারুকী (বিপিএম), (পিপিএম) বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৫০ জন সাধারণ ও ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল, শিক্ষা উপকরন, শিক্ষাবৃত্তি ১০০ জনের মাঝে সেলাই মেশিন, ২জন প্রতিবন্ধি শিশু কে হুইল চেয়ার এবং ৩০জন অসহায় হতদরিদ্র ব্যাক্তিকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার ৩০ থেকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ অধ্যক্ষ শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, প্রাণী সম্পদ অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, কৃষি সম্পসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা অফিসার সাজেদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, অ্যাকাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, জাহানপুর ইউপি চেয়ারম্যন গোলাম কিবরিয়া, শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।