জেলার গৌরনদীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ঘে সজল সেরনিয়াবাত (২০) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত সজল আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মুনসুর আলী সেরনিয়াবাতের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে গৌরনদীর বিল্লগ্রাম-সেরাল সড়কের গোমস্তা বাড়ি সংলগ্ন এলাকায়। এ ঘটনায় রাজু ও মজিবর সেরনিয়াবাত নামের আরো দুই যুবক গুরুত্বর আহত হয়েছে। তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।