সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে পাবনার চাটমোহরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এদিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর হামলা ও জামাত-বিএনপির মদদের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে চাটমোহর পৌর শহরের হারান মোড় এলাকায় সড়ক অবরোধ করার পর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চাটমোহর নতুন বাজার, জারদিস মোড়, খেয়াঘাট, বালুচর হয়ে মিছিলকারীরা পৌর ভবন চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করে। মিছিলকারীরা ‘তুিম কে আমি কে রাজাকার, রাজাকার’ ‘ছাত্রলীগের চামড়া তুলে নেবো আমরা’ শ্লোগান দেয়। মিছিলে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এদিকে চলমান আন্দোলনে জামাত-বিএনপির মদদের অভিযোগ এনে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করে চাটমোহর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমুর নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।