পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে জাহাঙ্গীর প্রামানিক (৪২) নামের এক ব্যক্তিকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় সোনাতলা মধ্যপাড়া গ্রামের মৃত মোজাহার প্রামানিকের ছেলে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৬জুলাই) রাতে। এ ঘটনায় ওই গ্রামের ময়সার ফকিরের ছেলে রেজওয়ান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাঁথিয়া থানায় এজাহার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর প্রামানিক গত ১৬জুলাই রাত ৯টার দিকে হাড়িয়া ক্যানাল বাজার থেকে বাড়ি ফেরার পথে মিলটনের দোকানের কাছে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে রেজওয়ান ওরফে রেজো, নূর আমিন লাদেন, সুরুজ আলী, শিপন, তন্ময় হোসেন, আজমত প্রামানিক, হাবিবুর রহমান, রানা, রাকিব হোসেন, আশিক দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাকচিৎকারে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতের পারিবারিকভাবে জানা গেছে তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, নাগডেমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ও সাবেক চেয়রাম্যান হারুন অর রশিদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আহত জাহাঙ্গীর হাফিজুর রহমানের সমর্থক এবং রেজওয়ান গংরা হারুন অর রশিদের সমর্থক।
নাগডেমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, পূর্বপরিকল্পিতভাবে রেজওয়ান ওরফে রেজো গংরা জাহাঙ্গীর প্রামানিককে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আমি ঘটনার সাথে জড়িতেদরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সাবেক চেয়ারম্যান ও নাগডেমরা ইউনিয়ন আওয়ালীগ ‘খ’ অঞ্চলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, জাহাঙ্গীর প্রামানিককে এভাবে মারধর করা ঠিক হয়নি। এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমি তাদের শাস্তি এবং আমার এলাকায় শান্তি চাই।
এ ঘটনায় আহত জাহাঙ্গীর প্রামানিকের ভাই নাসিম প্রামানিক বাদী হয়ে বুধবার (১৭জুলাই) সাঁথিয়া থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (১৮জুলাই) পাবনা আদালতে পাঠানো হয়েছে।