পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিল ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টা সাথে সাড়ে ১২টা পর্যন্ত রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রাঙ্গামাটির বিভিন্ন বিহারের ভিক্ষুগণ ব্যানার ও ফেষ্টুন নিয়ে একাত্ততা ঘোষনা করে মানববন্ধনে অংশগ্রহণ করে। পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের সভাপতিত্বে মানববন্ধনে স্মারকলিপি পাঠ করেন, রাঙ্গামাটি রাজ বিহারের অধ্যক্ষ শীলপাল মহাথের।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিল করা হলে বড় সংকট তৈরি হবে পার্বত্য চট্টগ্রামে। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে পাহাড়ে যে শান্তির সুবাতাস বইতে শুরু করেছিল তা বিনষ্ট করবে এই ষড়যন্ত্র। এ দাবি মানা হলে পার্বত্য চট্টগ্রামে নতুন করে আরও সংকট তৈরি হবে বলে মনে করেন পার্বত্য ভিক্ষু সংঘ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের নেতৃবৃন্দরা।
প্রসঙ্গত, ব্রিটিশরা যখন পার্বত্য চট্টগ্রাম শাসন করে তখন এ এলাকার বাসিন্দাদের সুরক্ষার জন্য একটি আইন করে। যে আইনটির নাম চিটাগং হিলট্রাক্ট রেগুলেশন ১৯০০। এ রেগুলেশনের আওতায় চলে পার্বত্য চট্টগ্রাম। এ রেগুলেশনকে প্রধান্য দিয়ে ১৯৯৭ সালে সম্পাদিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি। ২০০৩ সালে রাঙ্গামাটি জেলার দুটি মামলায় হাইকোর্ট ডিভিশনে তৎকালীন বিএনপি সরকার এটি মৃত আইন বলে রায় দেয়। এ রায়ের বিরুদ্ধে ২০১৭ আওয়ামী লীগ সরকারের আমলে রিভিউ চাওয়া হলে এ আইনকে বৈধ বলে রায় দেন হাইকোর্টের আপিল বিভাগ।
এ রায়ের বিরুদ্ধে ২০১৮ সালে খাগড়াছড়ির দুজন বহিরাগত আপিল বিভাগের এ মামলার রায়ের বিরুদ্ধে রিভিউ চাইলে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যারা রিভিউ চেয়েছেন তাঁরা রেগুলেশনের মধ্যে থাকা ‘রাজা ও ‘আদিবাসী’ শব্দসহ আরও কিছু শব্দ ও বাক্যাংশ বাদ দেওয়াসহ প্রথাগত আইন বাতিলের দাবি তোলেন।