কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে খাগড়াছড়িতেও। ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা বারার সাথে সাথে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে খাগড়াছড়ি শহরের চেঙ্গীস্কয়ার ও শাপলা চত্তর এলাকায়। সকাল সাড়ে ১০টার দিকে চেঙ্গীস্কয়ার থেকে কোটা সংস্কার আন্দোলনের একটি মিছিল বের করে শাপলা চত্তর আসে। সেখানে চলে দীর্ঘ সময় বিক্ষোভ সমাবেশ।
এসময় বন্ধ হয়ে যায় সকল যান চলাচল। আন্দোলনের মুখে দোকান-পাট বন্ধ করতে বাধ্য হয় ব্যবসায়ীরা ঘোষণা দেয়া হয় খাবার এর দোকান ওষধের দোকান ও জরুরী সেবায় নিয়োজিত এ্যাম্বলেন্স চলবে। পরে বেলা ১২টার দিকে আবারো একটি মিছিল নিয়ে সেলিম মার্কেট, ভাঙ্গাব্রীজ কোর্টবিল্ডং এলাকা ঘুরে শাপলা চত্তরে গিয়ে শেষ করে।
এসময় কোটা নয়-মেধা মেধা, চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার ইত্যাদি শ্লোগান দেয় শিক্ষর্থীরা। প্রদর্শন করা হয় প্লে-কার্ড, ব্যানার, ফেষ্টুন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও নির্যাতনের বিচার দাবি করা হয়। এছাড়াও কোটা সংস্করের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাঠ ছেড়ে যাবে না বলেও হুশিয়ারী দেয়া হয়। এদিকে যে কোনো পরিস্থিতি এড়াতে পুলিশের ছিল সতর্ক পাহাড়া। অপর দিকে পাহাড়ি ছাত্র পরিষিদ (পিসিপি) তাদের অধিকার আদায়ে বিক্ষোভ সমাবেশ করছে চেঙ্গীস্কয়ারে।