কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। শাটডাউনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ চলছে। দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বরে সংঘর্ষ হয় এতে সেখানকার পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে পুলিশ বক্সের আগুন জ্বলতে দেখা গেছে। মেট্রোরেলের লাইনও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
এর আগে মিরপুর ১০ নম্বরে একটি ভবনে দুজন পুলিশকে মারধর করা হয়েছে। গোলচত্বর ও আশপাশের এলাকায় সকাল থেকেই দফায় দফায় পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে।
দুপুর ১টার দিকে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ গোলচত্বরে অবস্থান নেন। আর আন্দোলনকারীদের অবস্থান ছিল গোলচত্বর থেকে কাজীপাড়ার দিকে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ছে। এর আগে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে। কমপক্ষে পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।