কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন সরকার তখনই আলোচনায় বসবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। আজ বিকেলেই বৈঠকটি হতে পারে বলেও তিনি জানান।
আইনমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে। এ বিষয়ে তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।