নাটোরের লালপুরে পদ্মানদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ ৩ শিশু নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরীসহ স্থানীয়রা যৌথ ভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে দুই জনের লাশ উদ্ধার করেছে। বুধবার (১৭জুলাই) দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর কসাইপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলেন, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর (সরকারপাড়া গ্রামের) কালাম সর্দারের ছেলে দিপু (১৪) ও অপু (১২) ও স্বপনের ছেলে জয় (১০)। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ বলেন, দুপুরে চার শিশু একসাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পারলেও, বাকি ৩ তিন শিশু নদীতে তলিয়ে যায়। পরে শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস যৌথ ভাবে উদ্ধার অভিযান চালায়। বিকেলে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে তারা পৌনে ৬টার দিকে জয় ও দিপুর কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষনা করেন। এ সময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, লালপুর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ সহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। লালপুর ফায়ার স্টেশনের অফিসার আবদুস সালাম জানান, বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।