দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বর্ষা মৌসুমে বৃক্ষ রোপনের উপর জোর দেওয়া হয়েছে। হাতে নেওয়া হয়েছে বৃক্ষ রোপন কর্মসূচি। আর দিঘলিয়া উপজেলা প্রশাসনের গৃহীত এ প্রকল্প সফল বাস্তবায়নে এগিয়ে এসেছে দিঘলিয়া উপজেলার সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সামাজিক প্রতিষ্ঠান ও উপজেলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো।
চারদিকে সবুজে ঘেরা এই বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। বর্ষা মৌসুমের ফল ও ফুলের মিষ্টি সমৃদ্ধ ঘ্রাণ যখন সবার ঘরে ঠিক সেই মুহূর্তেই চলছে দিঘলিয়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নে ফলজ ও বনজ বৃক্ষ রোপনের। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যাপক উদ্যোগ নিয়ে সামাজিক সংগঠন পাশে থেকে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে।
একটি গাছ কর্তন করলে ১০ টি গাছ রোপন করতে হবে, গাছ লাগান পরিবেশ বাঁচান এই শ্লোগানকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল, গ্রীন লাইফ, হৃদয়ের সরিষা পাড়া, দিঘলিয়া উন্নয়ন সংস্থা, স্বপ্ন তরীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্যাপকভাবে গাছ লাগিয়েছে। গ্রীন লাইফের পরিচালক শেখ রওশন আজাদ বলেন গাছ কর্তন করে মরুভূমি না করে একটি গাছ কর্তন করলে ১০ টি গাছ রোপন করতে হবে। আমরা দেখেছি ২০২৪ সালে প্রচন্ড তাপদাহে মানুষ ছটফট করেছে। এটাও কিন্তু একটি কারণ বলতে পারেন। গাছ থেকে আমরা ছায়া, বাতাস, ঘরের আসবাবপত্র তৈরি সুবিধাগুলো দিচ্ছে। তাহলে আমরা গাছ কর্তন করি কিন্তু গাছের বিস্তার ঘটায় না। আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই। পরিত্যক্ত জায়গায় গাছ রোপন করি। যে সকল প্রতিষ্ঠানগুলি বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে সরকারি এম এ মজিদ কলেজ, আলহাজ¦ সরোয়ার খান ডিগ্রী কলেজ, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নন্দন প্রতাপ বালিকা বিদ্যালয়, আলহাজ¦ সরোয়ার খান ডিগ্রি কলেজ এবারের বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রতিষ্ঠানের আঙ্গিনায় ব্যাপক হারে গাছ লাগিয়েছেন ও লাগাচ্ছেন। সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন এ প্রতিবেদককে বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনার পাশ দিয়ে ও সড়কের পাশে শুধু নয়, প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় ফলজ ও বনজ বৃক্ষ রোপনে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্ভুদ্ধ করতে হবে শিক্ষকদের।