কর্মরত প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের বাইরেও একাধিক কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে রংপুরের তারাগঞ্জ কাজীপাড়া আদর্শ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ আনিছুল ইসলাম ওরফে আনিছ প্রিন্সিপালের বিরুদ্ধে। কলেজের সম্পত্তি আত্মসাৎ ও অবৈধভাবে কলেজ অন্যত্র স্থানান্তর করে কলেজের নির্দিষ্ট নামীয় জমি থেকে কলেজ অন্যত্র স্থানান্তর করে কলেজের সেই জমি ভোগদখল করার অভিযোগও রয়েছে ওই অধ্যক্ষের বিরুদ্ধে। এমনকি কলেজের অর্থ আত্মসাৎ করে বিভাগীয় শহর রংপুরে আলিশান বাসাবাড়ি করেছেন বলেও জানা গেছে। জাতীয় পার্টির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত থাকার সুবাদে দলীয় ক্ষমতা দেখিয়ে তিনি এসব অনিয়ম করে যাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সম্প্রতি অধ্যক্ষ আনিছুল ইসলামের বিরুদ্ধে তার গ্রামের বাড়ি সয়ার ইউনিয়নের বৈদ্যনাথপাড়া গ্রামে নিজের কৃষি জমি সংলগ্ন সরকারি রাস্তার গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। উপজেলার সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের যোগসাজশে সরকারি রাস্তার প্রায় ৭টি বড় গাছ আপন ছোট ভাই আফজালুল ইসলামের মাধ্যমে বিক্রি করে প্রায় আড়াই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। গাছ বিক্রির পর কাঠ ব্যবসায়ীরা গাছ কেটে নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা আক্তারুজ্জামান গাছ আটক করলে ঘটনা জানাজানি হয়। এরপর থেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অধ্যক্ষ আনিছ। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর আনিছ প্রিন্সিপাল স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় ঘটনা অস্বীকার করে প্রতিবাদ জানালেও রাস্তার কাটা গাছগুলোর পাশের কৃষি জমি আনিছ প্রিন্সিপালের হওয়ায় গাছ বিক্রির দায় তিনি এড়িয়ে যেতে পারেন না বলে মন্তব্য করছেন উপজেলার সূধী সমাজের নেতারা।
এদিকে গাছগুলো রাস্তার কিনা তা নিশ্চিত হতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় আমীন দিয়ে রাস্তার মাপ নির্ধারণ করার চেষ্টা করেন অভিযুক্ত আনিছ প্রিন্সিপাল ও তার ভাই আফজালুল ইসলাম। কিন্তু গাছগুলো রাস্তার সীমানায় পড়ায় তা বিকল্প পদ্ধতিতে অভিযুক্তদের মালিকানাধীন জমিতে দেখানোর পাঁয়তারা করেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তাদের এই পরিকল্পনা জানতে পেরে উপজেলা প্রশাসন রাস্তার সীমানা সার্ভেয়ার দিয়ে নির্ধারণের সিদ্ধান্ত নেয়।
অভিযোগের বিষয়ে জানতে অধ্যক্ষ আনিছুল ইসলামের দেখা না পেয়ে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা বলেন, সহকারী কমিশনার (ভূমি)কে বলেছি সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে। দুই এক দিনের মধ্যেই সীমানা নির্ধারণ করা হলে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।