কোটাবিরোধী আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত ও মুক্তিযোদ্ধাদের কটূক্তি করার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন হয়েছে।
বুধবার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এ বিক্ষোভ ও মানব বন্ধন করেছে। সকাল ১১ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে টাউনক্লাব সড়কে মানব বন্ধন রচনা করে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। মানব বন্ধন শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের হয়।
মানববন্ধনকালে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, ফজলুল হক সেন্টু, এম এ রব্বানী ফিরোজ, নূরদীদা খালেদ রবি, মুক্তিযোদ্ধা সন্তান রেজাউল করিম মন্টু, সাইফুল ইসলাম সিকদার, আবু সাঈদ নাঈম প্রমুখ। এ বিক্ষোভে শতাধিক বর্ষিয়ান মুক্তিযোদ্ধাসহ তাদের সন্তানেরা অংশ নেন।
বক্তারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার অভিযোগ এনে তাদের শাস্তি দাবি করেন। এ সময়ে মুক্তিযোদ্ধারা কোটা পদ্ধতি কোনোভাবেই বাতিল না করার দাবী জানান। তারা বলেন, এ আন্দোলনের নামে শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাদের নানাভাবে অপদস্থ করছে। যারা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছে মুক্তিযোদ্ধাদেও অবমাননা করেছে তাদেও বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।