রূপসা খানকা-এ-চিন্তীয়া দরবার শরীফ এর আয়োজনে ১০ই পবিত্র মহররম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই), বাদ যোহর উপজেলার নৈহাটী ইউনিয়নের জয়পুরস্থ চিন্তীয়া মঞ্জিলে এ দোয়া'র আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বয়ান করেন ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাগেরহাটের হাকিমপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ হযরত মাওলানা আঃ মাবুদ।
আমগুড়িয়া দরবার শরীফ (ভারত), রূপসা খানকা-এ-চিন্তীয়া দরবার শরীফের প্রধান খলিফা হযরত শাহ্ সুফি সৈয়দ সফিউর রহমান চিন্তী (কাচ্চু)'র সার্বিক পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মো. মুজিবুর রহমান, শিক্ষক সৈয়দ সাঈদুর রহমান, সৈয়দ মফিজুর রহমান, মো. নজরুল ইসলাম, আবুল শেখ, আশরাফ হাওলাদার, আবুল কালাম, মোকছেদ শেখ, কালাম শেখ, তারেক আল-মামুন, মাসুম বিল্লাহ, আবুল কালাম, মাসুম বিল্লাহ, রাকিব আহমেদ, মো. রাজ্জাক শেখ, সিরাজুল ইসলাম, মো. বাইজিদ হোসেন প্রমুখ।আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।