নওগাঁর পত্নীতলায় সরকার হতে পত্তন পাওয়া ০৪ শতক জমি হতে মাসুদা বিবি নামে এক বিধবা নারীকে উচ্ছেদ করে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নির্মইল ইউনিয়নের অর্জুনপুর গ্রামে। একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. হাসান আলী এই দখলকান্ডের সাথে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় তিনি জমি পুনুরুদ্ধারের জন্য ১৩/৭/২৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সরেজ মিনে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে হাসান আলীর অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক মাসুদা বিবির পত্তনকৃত জমি ফেরত দানের নির্দেশনা প্রদান করেছেন।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, অর্জুনপুর গ্রামের জেএলনং-৪৬, দাগ নং-৪৮২ এবং ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪শতক জমি গত ২০১৩ সালের ৩জুন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারের ১০০৯ নং পত্রে ভুমিহীন মাসুদা বেগম ও তার স্বামী রফিকুল ইসলামের নামে পত্তন দেওয়া হয়। কিছুদিন পরে মাসুদার স্বামী রফিকুল ইসলাম মৃত্যু বরন করলে মাসুদা বিবি অসহায় হয়ে পড়ে। অর্থাভাবে পত্তনকৃত জমিতে ঘর নির্মাণ করতে না পারায় মাসুদা বিবি রাস্তার পাশে ঘুপড়ি ঘরে বসবাস করে আসছিল। পরবর্তীতে একই দাগের অন্য অংশে স্থানীয় ইদ্রিস আলীর ছেলে হাসান আলী সরকারের নিকট থেকে আড়াই শতক জমি পত্তন পান এবং সেখানে ঘর তৈরি করে বসবাস শুরু করেন।
সরকারী আইন অনুযায়ী পত্তনকৃত জমি হস্তান্তর বা বিক্রয় করার বিধান না থাকলেও হাসান আলী তার বসবাসের ওই আড়াই শতক জমি সাদেক আলী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। মাসুদার অসহায়ত্বের সুযোগ নিয়ে সম্প্রতি হাসান আলী তাঁর জমিটি দখল করে সেখান ইটের বাড়ি নির্মাণ শুরু করেন। উপায় না দেখে মাসুদা বিবি পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমি পুনুরুদ্ধারের জন্য লিখিত আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মাসুদা বিবির অভিযোগের সত্যতা পেয়ে তিনি হাসানের নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং মাসুদা বিবির জায়গা ফেরত দিয়ে তাকে নিজের নামে পত্তন নেওয়া জমিতে গিয়ে বসবাসের জন্য নির্দেশ দেন। এ সময় তিনি হাসানের অবৈধ দখলে রাখার ঘরটি সিলগালা করে দেন।
অভিযুক্ত হাসান আলী এ বিষয়ে বলেন, জমিতে মাসুদা বিবির কোন দখল ছিলোনা তাই সেটা আমি দখলে নিয়ে বাড়ি করতে চেয়েছিলাম।
স্থানীয় ইউপি সদস্য রোজিনা আক্তার বলেন, হাসান আলী কৌশলে নিজের ঘর বিক্রি করে মাসুদার জায়গা অবৈধভাবে দখলের পাঁয়তারা করছিলেন। ইউনিয়ন পরিষদে ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে বার বার নোটিশ করা হলেও তিনি সাড়া দেননি। ইউএনও স্যার এসে মাসুদাকে জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য হাসানকে নির্দেশ দিয়েছেন। র্নিমইল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, হাসান আলী বিধবা মাসুদার প্রতি অন্যায় করছে। জোর করে তার জায়গা দখলের চেষ্টা করছে। মাসুদাকে একাধিকবার মারপিট করেছে। এর আগে হাসানকে নোটিশ করে চৌকিদার পাঠিয়েও পরিষদে আনতে পারিনি।
এ বিষয়ে বুধবার সকালে মাসুদা বিবির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউএনও স্যারের নির্দেশ অমান্য করে হাসান আলী ইটের গাঁথুনি দিয়ে ঘর তৈরী অব্যাহত রেখেছেন। ইউএনও স্যার হাসানের যে ঘরটি সিলগালা করে দিয়েছিলো সেটিও সে ভেঙ্গে ফেলেছে। বর্তমানে হাসান আলী ও তার লোকজন আমাকে নানা রকম হুমকি প্রদান করছে।
এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন জানান, হাসাৃন আলী নির্দেশনা অমান্য করে থাকলে জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।