কোটা সংস্কার ও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকালে কোটা সংস্কারের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সম্মুখে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কে সংক্ষিপ্ত মানববন্ধনে মিলিত হয়।
এতে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দলনে নিহত হওয়া সাধারণ শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের কোটা বিরোধী লেখাযুক্ত বিভিন্ন স্টিকার, ফ্যাস্টুন হাতে নিয়ে "কোটা না মেধা, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না" ইত্যাদি বলে স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও বিক্ষোভকারীরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করে "ভুয় ভুয়া" স্লোগান দেন।
পরে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পূনরায় মিছিল নিয়ে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে চলে যায়। এছাড়াও ফুলবাড়িয়া থানার আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করে।