সরকারি চাকরিতে কোটা সংস্কার আর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ সময় প্লে-কার্ড হাতে নিয়ে অবস্থান নেয় তারা। বুধবার সকালে নাসিরনগর সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশের বাঁধা অতিক্রম করে প্রধান সড়কে নেমে গিয়ে শিক্ষার্থীরা প্রধান সড়কে বিক্ষোভ করে। এ সময় পুলিশ বাধাঁ দিলে শিক্ষার্থী ও পুলিশের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদেরকে কলেজ ক্যাম্পাসে ফিরে যেতে অনুরোধ করলে নাসিরনগর-সরাইল সড়কের আধুনি হাসপাতালের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে কলেজ ক্যাম্পাসে চলে যায়। এ সময় শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আর শিক্ষার্থীদের ওপর হামলাসহ হত্যার বিচার করতে হবে এবং বিচার চাই।