মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন,
'মিথ্যা একটা রোগ মিথ্যা একপ্রকার দুর্নীতি'। আমি দুর্নীতিবাজ না একথা বলতে সাহস লাগে। আমি বরাবরই বলি আমি চোর না, আমি দুর্নীতিবাজ না। দূর্নীতির বিরুদ্ধে আমাদের সকলকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজে দূর্নীতিবাজ হিসাবে পরিচিত লোকজনকে গুরুত্ব না দিয়ে তাদেরকে বয়কোট করতে হবে। তাদের সম্মান না দেখিয়ে তাদের প্রতি ঘৃণা ও অবহেলা দেখাতে হবে।
তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
তিনি তাঁর পিতা বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সততার কথা উল্লেখ করে আরো বলেন, তাজউদ্দীন আহমেদ দেশ, জাতী ও সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে সততার পরীক্ষা দিয়ে গেছেন। দূর্নীতি তাঁকে স্পর্শ করতে পারেনি। জীবন বাজি রেখে দূর্নীতি প্রতিরোধে কাজ করে গেছেন। তাঁর জীবন আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
"রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" এই শ্লোগানে গাজীপুর জেলা দুর্নীতি দমন কমিশন ও কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান। দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপণ্ডপরিচালক বায়েজিদুর রহমান খান। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগম।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।