সারাদেশে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এ- কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে কোটাবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এ- কলেজ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা বন্ধ করে কোটা পদ্ধতি বাতিল করার আহ্বান জানান।