ময়মনসিংহের গফরগাঁওয়ে কথিত কোটা বিরোধী আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী শ্লোগান ‘‘তুমি কে, আমি কে বাঙালি, বাঙালি’’ বিকৃতি করায় প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ মোস্তফা, মোঃ শহিদুল্লাহ, নিজাম উদ্দিন ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রমুখ।
গফরগাঁও উপজেলা শাখা আমরা মুক্তিযোদ্ধা সন্তান আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, তথাকথিত কোটা আন্দোলনের নামে একটি দেশ বিরোধী গোষ্ঠী মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী শ্লোগান ‘‘তুমি কে, আমি কে বাঙালি, বাঙালি’’ বিকৃতি করা, মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের অবমাননা করছেন। সেই সঙ্গে জাতীয় পতাকাকে অসম্মান করছেন তারা। তাদের এই অপতৎপরতা শিঘ্রই বন্ধ করতে হবে এবং এদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। না হলে এদেশের মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা সন্তানরা ঘরে বসে থাকবে না।