পাবনার সাঁথিয়ায় এএসপি (অতিরিক্ত পুলিশ সুপার) আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের মুলহোতাসহ ৮ সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন পুলিশ সুপার আবদুল আহাদ এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, গত ১০জুলাই গভীর রাতে পাবনার সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর গ্রামে এএসপির বাড়িতে ডাকাতরা তার ভাই আবদুস সালামের ঘরের শয়নকক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও শোকেচ ভেঙ্গে তিন ভরি স্বর্ণসহ ১৫ লাখ টাকা লুটে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী এএসপির ভাই আবদুস সালাম বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করলে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এর নেতৃত্বে ও সাঁথিয়া থানার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়নগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার শাকিল ওরফে যদু ডাকাতসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে ১২টি ডাকাতির মামলা রয়েছে। এ সময় ডাকাতিকালে লুন্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ।