দিনাজপুরের চিরিরবন্দরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ের চুড়ান্ত খেলায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সুমন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল আলিম সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোরশেদ উর আলম প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম। এ সময় সহকারি উপজেলা শিক্ষা অফিসার প্রফুল্ল্য কুমার বর্মন, আজাহারুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, মোস্তারীরা বেগমসহ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপে হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দূর্গাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ও বঙ্গমাতা গোল্ডকাপে খোচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলার ধারাবর্ণনা প্রদান করেন প্রধান শিক্ষক আকরাম হোসেন ও সহকারি শিক্ষক সালমা খাতুন এবং রেফারী হিসেবে শিক্ষক সাজেদুর রহমান রুবেল ও সহকারি রেফারী হিসেবে শিক্ষক ইালয়াস আলী ও জামান দায়িত্ব পালন করেন।