দিনাজপুরের চিরিরবন্দরে প্রতিবেশি দাদা কর্তৃক শিশু কন্যার শ্লীলতাহানীর ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ শ্লীলতাহানীর ঘটনাটি গত ৯ জুলাই দুপুর ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বালাপাড়ায় (হঠাৎপাড়া) ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা বাদিনী ৩ শিশু কন্যাকে নিয়ে তার পিতার বাড়িতে বসবাস করতো। তারা গরীব-হতদরিত্র হওয়ার কারণে বাদিনী ও তার মাও রাজমিস্ত্রির জোগালীর কাজ করে জীবিকা নির্বাহ করতো। বাদিনী তার ৩ শিশু কন্যাকে বাড়িতে রেখে গত ৯ জুলাই সকাল ৮টায় অন্যের বাড়িতে চুলের কারখানায় কাজ করতে যান। তারা কাজের জন্য অন্যত্র যাওয়ায় বাদিনীর বড় দুই মেয়ে বাড়ির দরজার সামনে খেলা করতেছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওইদিন দুপুর ১২টার দিকে একই এলাকার মো. ইব্রাহিম হোসেনের ছেলে প্রতিবেশি দাদা মো. একরামুল হক ওরফে বাবু ড্রাইভার (৫০) ভিকটিমকে (১০) জাপটে ধরলে ভিকটিম ভয়ে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে বাড়িতে চলে যায়। সে সময় বাবু ড্রাইভার তাদের বাড়িতে গিয়ে তাদের শয়নঘরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তার যৌন কামনা চরিতার্থ করার জন্য ওই ভিকটিমের পড়নের হাফপ্যান্ট খুলে স্পর্শ কাতর স্থানে (যৌনাঙ্গ) হাত দিয়ে নাড়াচাড়া করে। এ সময় ভিকটিম ডাক-চিৎকার করলে স্বাক্ষীরাসহ প্রতিবেশি লোকজনেরা ঘটনাস্থলে উপস্থিত হলে বাবু ড্রাইভার পালিয়ে যায়। ওইদিন দুপুর ১টার দিকে ভিকটিমের মা কাজ থেকে বাড়িতে ফিরে এসে দেখতে পান, ভিকটিম কান্নাকাটি করছে। তার কান্নাকাটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম তার সঙ্গে ঘটিত ঘটনা বিস্তারিত খুলে বলেন।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ১০ জুলাই রাত সাড়ে ১০টায় চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০২০) যৌন পীড়ন করার অপরাধ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৮। এ ঘটনার আসামীকে এখনও পুলিশ আটক করতে পারেনি।