গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের কোটা নিয়ে অপপ্রচার ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান ও পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কালীগঞ্জ উপজেলার যৌথ আয়োজনে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা সভাপতি মো. ইব্রাহীম খন্দকার এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রেজাউল করিম ভূইয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুঞ্জর হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান মো. মোশাররফ হোসেন পাঠান, মো. মোয়াজ্জেম হোসেন মোল্লা, মো. শুকুর ভাঙ্গী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি ও জামায়াত ছাত্র-ছাত্রীরা ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো জাতীয় পতাকা পদদলিত করছে। তারা বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্চিত ও নির্যাতন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করছে। স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি করে বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাই। পরে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেন।
অন্যদিকে মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে কালীগঞ্জের সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কোটা সংস্কারের দাবীতে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে বিক্ষোভ মিছিল অনুষ্ঠি হয়েছে।