সেনবাগের ছাতারপাইয়া গ্রামের পুকুরের পানিতে ডুবে আইয়ান আহমেদ নামের এক শিশু মারাগেছে। নিহত আইয়ান উপজেলার ১নং ছাতারপাইয়া ইউপির মজুমদার পাড়া গ্রামের সুরত ভূঁইয়া বাড়ির মোঃ ফারুক খান প্রকাশ (এফ.কে.এফ.কে) একমাত্র ছেলে। শিশুটি মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষনেও তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পার্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শিশু আইয়ান আহম্দের মৃত্যুতে পরিবারে সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান এ বিষয়ে থানায় কেউ অবহিত করেনী।