মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রাজশাহীতে কলেজছাত্রসহ দুইজনকে পা কেটে হত্যা করা হয়েছে। ঘটনা দুটি ঘটেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই সীমান্ত এলাকায়। এর মধ্যে রাজশাহীর পবা উপজেলায় অবস্থিত আরএমপির দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকায় মঙ্গলবার (১৬ জুলাই) ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় পেছন থেকে চালানো দুর্বৃত্তদের হামলায় পা হারিয়ে মৃত্যুবরণ করেন নুরুল ইসলাম (৪৫) নামের এক যুবক। নিহত নুরুল ওই এলাকার পাতান আলীর ছেলে। আর সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলায় অবস্থিত আরএমপির বেলপুকুর থানাধীন জোতভাগিরতপুর গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অপর বন্ধুর হাসুয়ার আঘাতে প্রাণ হারান কলেজ ছাত্র মাহাফুজুর রহমান রতন (১৯)। নিহত রতন জোতভাগিরতপুর গ্রামের মাসেম আলী ছেলে ও বেলপুকুর আইডিয়াল ডিগ্রী কলেজের ছাত্র ছিলো। এ ঘটনায় ঘাতক বন্ধু প্রতিবেশী একই এলাকার আগলা উত্তর পাড়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে তারিকুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাশার জানান, ভোর সাড়ে ৫টার দিকে নুরুল ইসলাম ফজরের নামাজ পড়ে হাটাহাটি করছিলেন। দুর্বৃত্তরা এসে তার শরীরের ডান পায়ে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তবে ইতিমধ্যেই অপরাধীদের সনাক্তের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের সাথে ঘাতকদের কি নিয়ে দ্বন্দ্ব বা শক্রুতা ছিল বা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে কলেজ ছাত্র রতন হত্যাকান্ডের বিষয়ে বেলপুকুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) আক্তার আলীর উদৃতি দিয়ে আমাদের পুঠিয়া প্রতিনিধি জানান, সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গরুর ঘাস কাটার জন্য রতন জোতবাগিরতপুর বিলে যায়। এরপর রতন পাশ^বর্তী আগলা উত্তর পাড়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে তারিকুলকে ফোন দেয়। ফোন পেয়ে তারিকুল ছুটে যায় রতনের কাছে। এরপর ঘাস কাটার একপর্যায়ে ব্যক্তিগত কোন বিষয় নিয়ে বাকবিতন্ডায় তারা জড়িয়ে পড়ে। তাদের বাকবিতন্ডার একপর্যায়ে তারিকুল হাসুয়া দিয়ে রতনের ডান পায়ে কোপ দেয়। পরে তাদের নিজেদেরই চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় রতনকে উদ্ধার করে রামেক হাসপালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আর ঘটনার খবর পেয়ে বেলপুকর থানা পুলিশ রামেক হাসপালের সামনে থেকে হত্যাকারী তারিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের বাবা মাসেম আলী বাদি হয়ে বেলপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় তারিকুলকে আটক দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই দুটি হত্যাকান্ডের সর্বশেষ তথ্য জানতে মঙ্গলবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপকমিশনার (ডিসি) সাইফ আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তো ছিলাম না, অফিসিয়াল কাজে চট্রোগ্রাম থেকে ফিরছি। আপনার কাছেই প্রথম জানলাম। আমি না থাকার এই সময়েই এমন দুটি ঘটনা ঘটে গেল বলেও আশ্চার্য্য হন তিনি।