গাজীপুরের টঙ্গীতে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টঙ্গী সাতাইশ লস্করপাড়া এলাকার সেতু কেমিক্যালস নামক কয়েল কারখানা ও খরতৈল পশ্চিমপাড়ার এসপি ডিজাইন নামক ওয়াশিং এ- ডায়িং কারখানায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহানা আফরোজ।
এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সেতু কেমিক্যালস লিমিটেড কারখানার মালিক মঞ্জুরুল আলমকে এক লাখ ২০ হাজার টাকা ও এসপি ডিজাইন কারখানার মালিক সফিকুল ইসলামের কাছ থেকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ কেন্দ্রের (টঙ্গী জোন) ব্যবস্থাপক প্রকৌশলী আতিকুল হক সিদ্দিকী, উপ-ব্যবস্থাপক শাহ এমদাদ, সহকারি ব্যবস্থাপক গোলাম রাব্বানী, সহকারি প্রকৌশলী ইব্রাহিম, উপসহকারি প্রকৌশলী নাঈম হোসেন, কারিগরি প্রকৌশলী কবির হোসেনসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহানা আফরোজ বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুটি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান অব্যাহত থাকবে।