কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক। এ শ্লোগানে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি তোলা হয়েছে। তারই ধারাবাহিকতায় নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ১৫ জুলাই সোমবার জেলা শহরের চৌরঙ্গী মোড় স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ চত্বরে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়। এর আগে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৈষম্যমূল কোটা বিরোধী নানা শ্লোগান সম্বলিত প্লাককার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিলসহ জড়ো হয় স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ চত্বরে। সেখানে মানববন্ধন প্রায় তিন ঘন্টা ব্যাপী চলে। এ সময় শিক্ষার্থীদের পক্ষে আবদুল কুদ্দুস উদার, ময়নুল ইসলাম, রাকীব হোসেন, মোকলেছুর রহমান কাজল, মাহমুদ হাসান অয়নসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তাদের দাবী চাকরীতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হোক। এদিকে অনুরুপ কর্মসূচি পালন করে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা শহরের পাঁচ মাথা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন পালন করে।