সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর অকথ্য নির্যাতন,বর্ব্বরেচিত হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের একদফা দাবিতে মুন্সিগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মুন্সিগঞ্জে প্রেসক্লাব ফটকে অবস্থান নিয়ে প্রথমে প্রতিবাদ সমাবেশ করে, বিক্ষোভ সমাবেশ শেষে কয়েক শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি সুপারমার্কেট ও কাচারি চত্ত্বর সহ বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মুন্সীগঞ্জ জেলা শহর এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা নৃশংসতার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এবং সর্বোচ্চ ৫শতাংশ রেখে কোটা সংস্কারের সরকারি সিদ্ধান্ত ঘোষনার দাবি জানান।