৮ জুলাই’২৪ সোমবার সকাল হতে বিকাল পর্যন্ত দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের সেতাবগঞ্জ সুগার মিলের কান্তা ফার্মের জমি ইটুয়া গ্রামের সোনা উদ্দীনের মোঃ হান্নান ও সুলতান দুই পুত্র প্রায় ৩ বছর পূর্বে কান্তা ফার্মের ৫নং খতিয়ানের ১৮৮/৩৯৪ দাগের ৫০ শতক জমি রাতের আঁধারে জোর পূর্বক কাঁচা ঘর তুলে অবৈধভাবে দখল করে। উপজেলার হুসেনপুর গ্রামের গফুরদ্দীনের পুত্রগণ মকবুল হোসেন, মোতালেব হোসেন, মকলেছুর রহমান, মফিজ উদ্দীন সেতাবগঞ্জ সুগার মিলের মল্লিকপুর মৌজার ২ একর ১০ শতক জমি দিনাজপুর জেলা প্রশাসকের আদেশের পরিপ্রেক্ষিতে কাহারোল উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। ওই অবৈধ স্থাপনা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন, দিনাজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ জাকারিয়া জাকা, জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ সাহা, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, সেতাজগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার ও মোঃ বেলায়েত হোসেন, ব্যবস্থাপনা, কৃষি (খামার)। সেচিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার বলেন, দীর্ঘদিন হতে অবৈধ দখলদারের হাত থেকে জমিকে উদ্ধার করতে পারায় সকল প্রশাসনকে সেচিকের পক্ষ হতে অভিনন্দন জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীগণ।