কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে স্টেশনের ভেতরে একদল যুবক লাঠিসোটা হাতে হামলা চালায়। এতে স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তারা ছোটাছুটি করতে থাকেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন এক প্রত্যক্ষদর্শী। এরপর মেট্রোরেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে খবর ছড়িয়ে পড়ে।
তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মেট্রোরেল চলছে। একটা ঝামেলা হয়েছে, আমরা দেখছি। তবে ট্রেন চলছে।’