নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর সভার সাময়িক বরখাস্তকৃত কাউন্সিলর মিজানুর রহমান মিতুর মৃত্যুর ঘটনায় পত্নীতলা থানায় মামলা হয়েছে। গত ১৫ জুলাই সোমবার নিহত মিতুর পিতা আফছার উদ্দীন আহমেদ ৩জনজে আসামি করে ১৮৬০ সালের প্যানেল কোডের ৩০৪ ধারায় পত্নীতলা থানায় মামলা করেন। যার মামলা নং-২৪। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ২জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। আটককৃতরা হলেন ধামইরহাট উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. এজাজ (৩৫) এবং পত্নীতলা উপজেলার ছালিগ্রাম গ্রামের কমল মালির ছেলে মংলা (৪২)।
থানায় প্রদত্ত এজাহার সূত্রে জানা গেছে, নজিপুর পৌর সভার ৯নং ওয়ার্ডের সাময়িক বরখাস্তকৃত কাউন্সিলর ও চোট চাঁদপুর গ্রামের আফছার উদ্দীন আহমেদের ছেলে মো. মিজানুর রহমান মিতু (৪৬) গত ৩০ বছর ধরে মাদকাশক্ত ছিলেন। এ কারণে তাঁর দুই স্ত্রী তাকে ত্যাগ করে চলে যায়। সে দোতলার বাড়ির নীচতলার একটি কক্ষে একাই থাকতো। সে প্রায়ই রাত করে বাড়িতে ফিরতো আবার কোন দিন বাড়িতে ফিরতোনা। সে ১৩/৭/২৪ তারিখে ভোরে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বাড়িতে রাতে ফিরেনি। ১৪/৭/২৪ তারিখে সকাল ৮.৩০ মিনিটে তিনি খবর পান পত্নীতলা থানার কাশিপুর গ্রামের বুড়িদহ বিলে মিতুর লাশ ভাসছে। খবর পেয়ে কয়েকজন আত্বীয়-স্বজন নিয়ে বুড়িদহ বিলে গিয়ে দেখেন সেখানে থানা পুলিশও খবর পেয়ে এসেছে। পুলিশ বিল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের পর বাদ মাগরিব মিতুর লাশ দাফন করা হয়।
থানা পুলিশের পাশাপাশি আমরা মিতুর মৃত্যুর বিষয়ে খবর নিয়ে জানতে পারি মিতু ১৩/৭/২৪ তারিখে সকাল ৭টায় আসামি ১। মোঃ এজাজ (৩৫), পিতা-মো. এনামুল হক, গ্রাম-রঘুনাথপুর, থানা-ধাম্ইরহাট, ২। শ্রী মানিক (৩২), পিতা- শ্রী সুবল চন্দ্র, গ্রাম-নাগরগোলা, থানা-পত্নীতলা এদের সাথে পত্নীতলা থানাধীন ছালিগ্রাম আদিবাসী পাড়া গ্রামের মঙ্গল মুরমুর ছেলে নিমাই মুরমুর (৪০) নিকট থেকে চোলাই মদ ক্রয় করে। সেখান থেকে তাঁরা ৩জন পায়ে হেটে বুড়িদহ বিলের দিকে রওয়ানা হয়। পথিমধ্যে ছালিগ্রাম গ্রামের কমল মালির ছেলে ৩। মংলা (৪২) এর সাথে দেখা হলে ৪জন মিলে বিলের উত্তর পাড়ে পানির উপর নির্মিত মাছ পাহারা দেওয়ার জন্য নির্মিত টিনশেড ঘরে প্রবেশ করে এবং মদপান করে। মদপান করার সময় মিতু পিকনিক করার উদ্দেশ্যে হাঁস কেনার জন্য মানিক কে ৫শত টাকা দিলে সে আনুমানিক সকাল ৮টার সময় ঘর তেকে বেরিয়ে যায়। এ সময় এজাজ নেশাগ্রস্থ হয়ে ঘুমিয়ে পড়ে। মানিক চলে যাওয়ার আনুমানিক ১৫ মিনিট পর মিতুকে নেশাগ্রস্থ অবস্থায় রেখে মংলাও চলে যায়। পরের দিন সকালে ওই ঘরের নীচে বিলের পানিতে মিতুর ভাসমান লাশ পাওয়া যায়। প্রাথমিক অবস্থায় খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি আমার ছেলে মিতু নেশাগ্রস্ত অবস্থায় বিলের পানিতে পড়ে মারা গেছে।
নিহত মিতুর বাবা এজাহারে আরো জানান, আসামিরা মিতুকে নেশাগ্রস্থ অবস্থায় পুকুরে পাড়ের ঝুঁকিপুর্ণ ঘরে রেখে পরবর্তিতে তার কোন খোঁজখবর না নিয়ে এবং এ বিষয়ে পরিবারের লোকজন কিংবা কাউকে কোন কিছু না জানিয়ে দায়িত্বে অবহেলা করার কারণেই মিতু বিলের পানিতে পড়ে মারা গেছে। ছেলের লাশ দেখে ধারণা করা হয় যে, ১৩/৭/২৪ তারিখ সকাল অনুমান ৮.১৫মিনিট হতে ১৪/৭/২৪ তারিখ সকাল ৮.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় মিতু বিলের পানিতে পড়ে মারা গেছে। আমার ছেলের মৃত্যুর সাথে আরো অজ্ঞাতনামা ২/৩জন জড়িত থাকতে পারে। উপযুক্ত বিষয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আরজীতে দাবী জানিয়েছেন।