এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা আজ ভয়াবহ। এখানে কোনো বিচার নেই। এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। অধিকার আদায়ে দেশের মানুষকে জেগে উঠতে হবে এখনই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার গত একদিনে যা ঘটিয়েছে, তা দেশের ইতিহাসের জঘন্যতম ঘটনা। হাসপাতালেও আহতদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।
তিনি বলেন, ন্যায্য দাবি আদায় করতে নেমে শিক্ষার্থী যে হামলার শিকার হয়েছে, তাতেই উপলব্ধি করা যায় এই সরকার কতটা ভয়াবহ।