জেলার বানারীপাড়া পৌরসভায় ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে বয়স কমিয়ে দুইটি পদে চাকরি নেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জনস্বার্থে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শাহিন লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে ওই অভিযোগের কপি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে। জানা গেছে, অভিযোগ দায়েরকারী শফিকুল ইসলাম শাহিন বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে পৌরসভায় পাম্প চালক পদে শ্যামল শীল ও নৈশ প্রহরী পদে তাজুল ইসলাম চাকরি নিয়েছেন। অভিযুক্ত তাজুল ইসলামের বর্তমান বয়স ৪৯ বছর। চাকরিতে যোগদানের সময় (২০২৩ সালের ২৬ নভেম্বর) তার বয়স ছিল ৪৮ বছর ৯ মাস ১৫ দিন। কিন্তু জালিয়াতির মাধ্যমে তিনি বয়স দেখিয়েছেন ৩০ বছর ১১ মাস ২৫ দিন। অপর অভিযুক্ত শ্যামল শীলের বর্তমান বয়স ৩৭ বছর। চাকরি নেওয়ার সময় তার প্রকৃত বয়স ছিল ৩৬ বছর ৬ মাস ২৪ দিন। কিন্তু জালিয়াতির মাধ্যমে তিনি বয়স দেখিয়েছেন ৩০ বছর ২ মাস ২৫ দিন। এ ছাড়া নৈশ প্রহরী পদে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হয়নি। ওইপদে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানও আবেদনকারী ছিলেন।
সূত্রে আরও জানা গেছে, তাজুল ইসলাম বানারীপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি গ্রামের মৃত আছমত আলী বেপারীর ছেলে এবং শ্যামল শীল একই ইউনিয়নের মাছরং গ্রামের কালাচাঁদ শীলের ছেলে। এরমধ্যে তাজুল ইসলামের ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার তিনবার জন্ম হয়েছে। এ ছাড়া শ্যামল শীলের নামেও দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। অর্থ্যাৎ তিনিও দুইবার জন্মগ্রহণ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পৌর মেয়র অবৈধভাবে প্রভাব খাটিয়ে তার আপন ভাইয়ের ছেলে অমর শীলকেও পৌরসভায় চাকরি দিয়েছেন।
অভিযোগের ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা শাহিন আকতার কোন কথা বলতে রাজি হননি। তবে বানারীপাড়া পৌরসভার মেয়র সুভাষ চন্দ্র শীল বলেন, নিয়োগসহ যা কিছু হয়েছে সব বিধিসম্মতভাবে হয়েছে, কোন অনিয়ম হয়নি।