রংপুরের পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ভেঙ্গে ঢেউটিন, ইট ও কাঠ বাড়িতে নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসীর পক্ষে বড়দরগাহ্ ইউপি চেয়ারম্যান মাফি আক্তার শিলা। অভিযোগ সূত্রে জনা গেছে, উপজেলার গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়ে নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছিল। ২০০৯ সালে শরীর চর্চা শিক্ষক নুরের ছবি বিদ্যালয়টির প্রধান শিক্ষক হন। এরপর তার স্বামী মাহফুজার রহমান ফাইনকে শরীর চর্চা শিক্ষক হিসেবে নিয়োগ দেন। প্রধান শিক্ষিকা নুরের ছবি তার আপন বড় ভাই আবুল কালাম আজাদকে লাগাতার ভাবে সভাপতি ও তার স্বামী ফাইনকে দাতা সদস্য এবং নিকট আত্মীয়দের নিয়ে পকেট কমিটি বানিয়ে বিদ্যালয়টিতে বিভিন্ন রকম অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎসহ বিদ্যালয়টিকে পৈতৃক সম্পত্তিতে পরিনত করেছেন বলে অভিযোগ করে। আর এসব কাজে সহযোগিতা করেন তার স্বামী সহকারি শিক্ষক মাহফুজার রহমান ফাইন। অভিযোগে বলা হয় দোকান ভাড়া টাকার কোন হিসেব না দিয়ে তা আত্মসাৎ করেন। বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্নে রোপনকৃত ২টি বড়-বড় রেইন্ট্রিগাছ কেটে নিয়ে বাড়ির কাজে ব্যবহার করেছেন এরা দু’জন। অভিযোগে আরও বলা হয়, স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত ১ লক্ষ টাকার কোন কাজ না করেই তা সম্পুর্ন আত্মসাৎ করেন। এ ছাড়াও ৩ জন কর্মচারী নিয়োগ দিয়ে ৩০ লক্ষ টাকা স্বামী-স্ত্রী মিলে লোপাট করেছেন। ১৫ ই জুলাই সোমবার গিয়ে দেখা যায় গেটে তালা ঝুলানো। কর্মচারীদের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে ভিতরে প্রবেশের অনুমতি চাইলেও সাংবাদিকরা প্রবেশ করতে পারেনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সাজেদুল বারীকে বিদ্যালয়ে পাঠিয়ে দেন। এরপর বিদ্যালয়টিতে প্রবেশ করে দেখা যায়, ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে তবে ছাত্রী সংখ্যা অত্যন্ত নগন্য। সপ্তম শ্রেনীতে ৯ জন আষ্টম শ্রেনীতে ৪ জন ষষ্ঠ ও নবম শ্রেণীর ৯ জনসহ মাত্র ২২ জন ছাত্রী পরিক্ষা দিচ্ছে। শিক্ষক-কর্মচারী উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক মাহফুজার রহমান ফাইন বিদ্যালয়ে উপস্থিত নেই। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষিকা নুরের ছবির মুঠো ফোনে কল দেয়া হলে তিনি স্বামী সহকারি শিক্ষক মাহফুজার রহমান ফাইন কে ফোন ধরে দেন। ফাইন মাস্টার জানান, আমাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, আমি এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।