দিনাজপুরের কাহারোল উপজেলায় দিন, দিন বাড়ছে গরুর খামার। গরু লালন-পালন করে একদিকে খামারীরা লাভবান হচ্ছেন, অন্যদিকে কর্মসংস্থান হচ্ছে বেকারদের। খামারের কারণে ঘুরছে উপজেলার প্রান্তিক অর্থনীতির চাকা। উপজেলা জুড়ে এখন দেখা যাচ্ছে এমন দৃশ্য সরেজমিনে দেখা যায় আকাঁবাকাঁ মাটির রাস্তায় কৃষক-কৃষাণীরা গোবাদি পশুকে ঘাস খাওয়াচ্ছে। অনেক জায়গায় দেখা গেছে বিস্তৃণ সবুজ মাঠের টাটকা ঘাস খাওয়াচ্ছে গরুকে। অল্প কষ্টে লাভ বেশি হওয়ায় উপজেলায় বাড়চে খামারের সংখ্যা।
কাহারোল উপজেলা প্রাণিস্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় গরুর খামা রয়েছে ৮ শত ২০ টি, ছাগলের খামার রয়েছে ১ শত ২০টি, মুরগীর খামার রয়েছে ৩ শতটি এবং হাঁসের খামার রয়েছে ৪৪ টি। উপজেলায় ধান, মাছ, সবজি উৎপাদনের মাধ্যমে অর্থনীতির চাকা সজল থাকে। তার মধ্যে এখন নতুন মাত্রায় যোগ হয়েছে গরুর খামার। ফলে দ্রুত ভাগ্য বদল হচ্ছে খামারীদের। যাদের খামার আছে তারা খামার বড় করতে পারেনি। পরিধি বাড়াতে সরকারি সহযোগিতা অথবা সহজ শর্তে ঋণ দরকার। সেই গুলো পাচ্ছে না বলে জানান গরুর খামারী উপজেলার সুন্দরবন গ্রামের। অপর খামারী হাসান জানান, ঋণ সুবিধা অনেক খামারী লাভবান হতেন। খামার গুলোতে একদিকে যেমন দুধ উৎপাদনের জন্য গাভী পালন করা হচ্ছে অন্যদিকে মাংসের কিংবা কুরবানীর জন্য লালন-পালন করছে খামারীরা। ফলে এই উপজেলায় দিন, দিন খামারের সংখ্যা বাড়ায় বদলে যাওয়ার হাওয়া লেগেছে প্রান্তিক পর্যায়ে অর্থনীতিতে। তবে গো-খাদ্য সহ অন্যান্য জিনিস পত্রের মূল্য বৃদ্ধিতে কাঙ্খিত লাভের মুখ দেখচ্ছেন না এই উপজেলার খামারীরা। খামারীদের যে পুজি সংকট রয়েছে সেটা নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন মনে করছেন খামারীরা।
কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন বলেন, খামারীদের গরু পালনে প্রাণিসম্পদ বিভাগ সবসময় চিকিৎসা সহ সকল ধরনের সহযোগিতা করছেন। তিনি বলেন, গত ঈদুল আযহায় কুরবানীর গরু বিক্রি হয়েছে ২ শত কোটি টাকা।