নীলফামারীর সৈয়দপুরে এক সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এমন অভিযোগ এনে স্বামীসহ পরিবারের ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা মোঃ বেলাল আলী শাহ ফকির। ১২ জুলাই রাতে সৈয়দপুর থানায় ওই মামলা দায়ের করা হয়। এটি ঘটেছে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট বাজারে।
এজাহারে জানা যায়, নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের ফকির পাড়ার মোঃ বেলাল আলী শাহ ফকিরের মেয়ে মোছাঃ আয়শা সিদ্দিকা বন্যা (২০) এর সাথে তিন বছর পুর্বে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট বাজারের মোঃ হোসেন আলির ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক বাদশা (২৭) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ১১ মাস বয়সী সন্তান রয়েছে। তার নাম আবু ইসরাক বোরহান।
সন্তান জন্মের পর থেকে প্রায়ই সময় স্ত্রীর উপর স্বামী শারীরিক ও মানসিক অত্যাচার নির্যাতন করে আসছে। একসময় ১০ লাখ টাকা যৌতুক দাবী করে বসে। তার দাবী পুরণ না করায় চলতো অমানবিক নির্যাতন। এ নিয়ে বেশ কয়েক বার এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিচার শালিসও হয়। সম্প্রতি ৫/ ৬ দিন পুর্বেও মেয়ের বাবার বাড়ীতে শালিস বৈঠক বসে। ওই বৈঠকে সকলের সামনে ক্ষমা চেয়ে স্ত্রীকে বাসায় নিয়ে আসে বাদশা। কিন্তু নিয়ে এসে তাকে হত্যা করা হয় এমন অভিযোগ এনে নিহতের বাবা মোঃ বেলাল আলী শাহ ফকির বাদী হয়ে ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
আসামীরা হলেন নিহতের স্বামী মোঃ আবু বক্কর সিদ্দিক বাদশা (২৫),দেবর মোঃ আবু রায়হান রাজা (২৪) ও মোঃ জমিদার (২৩),ননদ মোছাঃ দুলালী বেগম (২৮) ও মোছাঃ রুপালী বেগম (২৬), শ্বাশুরী মোছাঃ শাহনাজ বেগম (৫৫), শ্বশুর মোঃ হোসেন আলী (৬০)।
এদের মধ্যে দুইজন আসামি জেল হাজতে রয়েছে।
বাকী আসামিরা ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছে না পুলিশ এমন অভিযোগ মামলার বাদীর।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম জানান,মামলা হয়েছে। দুই আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা পলাতক রয়েছে। তবে তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করা হবে। এদিকে ১৫ জুলাই নিহতের পরিবার পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন এর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবী করেন।