পৈত্রিক জমির দলিলপত্র না পেয়েই চাচা শেখ মুজিবর রহমান (৫৮) কে হত্যা করা হয়েছে বলে গ্রেপ্তারকৃত আসামি ভাইপো আশরাফুল আলম ওরফে কুতুব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি একটি বাগান থেকে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, প্রকৃতপক্ষে কুতুব নেশাগ্রস্থ হওয়ায় তাদের পৈত্রিক জমির দলিলপত্র তার বোন জামাইদের কাছে সংরক্ষিত থাকে। কিন্তু পৈত্রিক জমির দলিলপত্র চাচা মুজিবর রহমানের কাছে রয়েছে বলে কুতুবের ধারনা ছিল। সে অনুযায়ী চাচার কাছে কয়েক দফা দলিল চেয়ে ব্যর্থ হয়ে প্রতিশোধ হিসাবে চাচা মুজিবরকে হত্যা ও চাচী তাসলিমা বেগম এবং চাচাতো ভাই হাফেজ মিরাজকে কুপিয়ে গুরুতর জখম করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কুতুব স্বীকার করে। নেশাগ্রস্থ পুত্র কুতুবের ভয়ে তার মা রেনুকা বেগম (৫২) কখনও মেয়ে জামাই বাড়িতে আবার কখনও বরণপাড়া তার ভাইয়ের বাড়িতে অবস্থান করতো।
এদিকে মুজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি ভাইপো কুতুবকে রোববার বিকালে যশোরের নওয়াপাড়ার ধোপাদি গ্রাম থেকে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ওসি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গভীর রাতে কুতুবকে নিয়ে হাসুয়া অভিযানের উদ্ধারে নামে। তার দেখানো খানজাহানপুর গ্রামের রাস্তার পাশে একটা বাগের জলপাই গাছের পাশ থেকে রক্তমাখা হাসুয়া উদ্ধার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডাবেদন করা হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।