মুন্সীগঞ্জের মুক্তারপুর-ছনবাড়ি সড়ক উন্নয়নকাজে ব্যবহৃত রোলারের চাঁপায় মিজানুর রহমান বেপারী (৫০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্য হয়েছে। সোমবার বেলা ২ টায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। হতভাগ্য মিজানুর সদও উপজেলার সুখবাসপুর গ্রামের লালমিয়া বেপারীরর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তারপুর-ছনবাড়ি সড়কে ব্যস্ততম সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক উন্নয়নকাজে রোলার চলছিল।মিজানুর বাইসাইকেল চড়ে সুখবাসপুর যাওয়ার মূহুর্তে রোলারটি পিছনে চালানোর সময় তাকে চাঁপা দেয়। এতে মিজানুর ঘটনাস্থলেই মারা যান এ ছাড়া সাইকেলটিও দুমড়ে-মুচরে যায়। হাতিমারা পুলিশ ফারির ইনচার্জ নিরু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মিজানুরের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে আত্মীয়-পরিজনদেও কাছে হস্তান্তর করা হবে।