মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া শ্রী শ্রী গৌড় নিতাই মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে শ্রী শ্রী মদনমোহন আকড়ায় গিয়ে শেষ হয়। এর আগে বিকাল ৩ টায় রথযাত্রা উপলক্ষে সন্তোষপাড়া মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস এর সভাপতিত্বে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন থানা ওসি মো. মুজাহিদুল ইসলাম। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষের সঞ্চালনায় ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।