আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামে বিষ প্রয়োগে আড়াইলক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের বড়গোষ্ঠী কুদ্দুস মিয়ার ছেলে নবীর হোসে এবং মাজু মিয়ার ছেলে আশিকের বিরোদ্ধে।এব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক জসিম মিয়া বলেন,রোববার আমি এবং আমার পরিবারের লোকজন আদালতের কাজে সারাদিন ব্রাহ্মণবাড়িয়া ছিলাম।বাড়িতে আসি আমি রাত সাড়ে আটটায়।বাড়িতে এস জানতে পারি বড়গোষ্ঠীর কুদ্দুস মিয়ার ছেলে নবীর হোসেন এবং মাজু মিয়ার ছেলে আশিক আমার পুকুরে কিযেন ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে।রাতের বেলায় বিষয়টি তাৎক্ষীনকভাবে আমি ওয়ার্ডের মেম্বারকে জানায়। মেম্বার মোস্তফা বলেন,সকাল পর্যন্ত দেখেন কি হয়। সোমবার সকালে ঘুম থেকে উঠে পুকুরে শতশত মন মরা মাছ ভেসে উঠতে দেখতে পায়।আবার মেম্বারকে ফোনদিলে তিনি এসে মাছ মরার দৃশ্য দেখে এবং এলাকার লোকজন জড়ো হয় এবং যে যারমত বস্তায় ভরে মাছ নিয়ে চলে যায়। জসিম মিয়া বলেণ,আমার একমাত্র পেশা এই আড়াই একরের পুকুরের মাছের ব্যবসা।আমার মাছ মাছ মেরে ফেলায় আমি নি:স্ব হয়ে পড়েছি।আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না।আমার পুকুরের মাছ মারার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এবং ক্ষতিপুরন আদায় করা হোক।।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ বলেন,আমি বিষয়টি শুনেছি। তবে কেউ এ বিষয়ে কোন অভিযোগ দেয়নি।অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরোদ্ধে ব্যবস্থা নিব।