গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। ঘরবাড়ীতে পানি না থাকলেও দীর্ঘ প্রায় ৩ সপ্তাহ ধরে লাকরী (জ¦ালানী কাঠ) সংকটের কারণে রান্না করে খেতে পারছেন না বানভাসী প্রায় ১০ হাজার পরিবার।
অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর তীরবর্তী ৬ ইউনিয়নে দেখা দেয় ভয়াবহ বন্যা। ঘর বাড়ীতে হাঁটু ও কোমর পানি উঠায় পানিবন্দি হয়ে পড়ে প্রায় ১০ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ। দীর্ঘ প্রায় ২ সপ্তাহ ধরে এ অবস্থা চলতে থাকায় ঘরে থাকা জ¦ালানী হিসেবে পাঠ খড়ি, ধঞ্চা, কাঠখুটা পচে যায়। পানিবন্দি মানুষজন চৌকি, মাচা, বা খাটের উপর আশ্রয় নিয়ে কোন রকমে মজুদ লাকরী ব্যবহার করে রান্নার ব্যবস্থা করলেও পানি নেমে যাওয়ার সাথে সাথে ৬ ইউনিয়ন বেলকা, হরিপুর, কাপাসিয়া, চন্ডিপুর, কঞ্চিবাড়ী ও শ্রীপুর এ বানভাসী মানুষের মাঝে লাকরী সংকট তীব্র আকার ধারন করে। লাকরী অভাবে ত্রাণের চাল ডাল পেলেও তা রান্না করে খেতে না পারায় তাদের থাকতে হচ্ছে প্রায় অনাহারে। কাপাসিয়া ইউনিয়নের জহিরান, আয়শা ও সাজেদা সহ অনেকে জানান, পানিবন্দি অবস্থায় থাকাকালীন শুকনো খাবার, ১/২ দিন পর খাটের বা মাচার উপর কোন রকমে চাল, ডাল, আলু দিয়ে এক সিদ্ধ করে খেয়ে জীবন ধারন করছি। পানির নিচে থাকা খড়, খড়ি অর্থাৎ লাকরী পচে যাওয়ায় আর রান্না করার মত লাকরী পাচ্ছি না। তাই রান্না অভাবে না খেয়ে থাকতে হচ্ছে প্রায়:শই। তারা উপজেলা প্রশাসনের কাছে রান্না করার মত লাকরী বা জ¦ালানী সরবরাহের জন্য দাবী জানান। হরিপুর ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম জানান, বানভাসীদের মধ্যে বিশুদ্ধ পানিয় জল ও জ¦ালানী হিসেবে লাকরীর ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। ত্রাণ হিসেবে চাল, ডাল পেলেও তাদের রান্না করার মত কোন ব্যবস্থা নাই। অন্যান্য চেয়ারম্যান গণের ভাস্যই একই। উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ত্রাণের চাল, ডালের সাথে তা রান্না করে খাবার মত জ¦ালানী ও লাকরীর ব্যবস্থা করা যায় কি না এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে। আশা করছি তাদের মাঝে জ¦ালানী হিসেবে এলপি গ্যাস বা লাকরী সরবরাহ করা সম্ভব হবে।