ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির ৮০জন নারী কর্মীর ৪বছরের সঞ্চয়কৃত প্রায় ৯৫ লাখ ৬৫ হাজার ৬শ’ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে। ১৪জুলাই রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তারের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে নারী কর্মীদের চেক ও সনদপত্র বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান জনাব আহাম্মদ হোসেন বিপ্লব, জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান,সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান-সারমিন আক্তার, ওসি জয়ন্ত সাহা, জাপা যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, আবুল কালাম, আবুল হোসেন, জীতেন্দনাথ বর্ম্মন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানের সঞ্চালনায় আরো অনেকে উপস্থিত ছিলেন।