“সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলব আমরা” এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় “চলনবিল বৃক্ষরোপন উৎসব ২০২৪” এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সিংড়া গোডাউন চত্বরে বন ও পরিবেশ অধিদপ্তর এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে উপজেলায় এক লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বে-সরকারি সামাজিক সংগঠন আলোকিত সমাজের সভাপতি ও প্রতিমন্ত্রী পলকের সহধর্মিনী আরিফা জেসমিন কনিকা। পরে প্রতিমন্ত্রী পলকের তিন সন্তান অপূর্ব জুনাইদ, অর্জন জুনাইদ, অনির্বাণ জুনাইদ উপস্থিত থেকে প্রথম দিনে বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে ৪০ হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, সিংড়া ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম প্রমূখ।