ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে। প্রনোদনার কর্মসূচীর পারিবারিক কৃষির অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন আওতায় (১ম সংশোধিত) প্রকল্পে ১৬০ জন কৃষক কৃষাণীদের মধ্যে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর বারোটার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রতিজন কৃষক-কৃষাণী কে ৬টি করে ফলের চারা ও ২২রকমের শাক সবজির বীজসহ এই কাজে ব্যবহারিত মালামাল দেওয়া হয়। এসব বিতরণ প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি। বিশেষ অতিথি ছিলেন ইমদাদুল ইসলাম অতিরিক্ত কৃষি সম্প্রসারন আখতারুজ্জামান মিয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তর ছাড়া ও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা আসা কৃষক-কৃষাণী।
এ সময় কৃষি অফিসার মাহবুব আলম রনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এক টুকরো জায়গা ও খালি থাকবে না তারি ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষি পরিবারের মাঝে এই ধরনের সামগ্রী বিতরণ করে থাকি।