ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পল্লী চিকিৎসক সমিতি’র সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। সম্মেলনে ২৩ সদস্য বিশিষ্ঠ সমিতি’র দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে ইয়াদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কোটচাঁদপুর বলুহর মৎস্য হ্যাচারী কমপ্লেক্সে সোমবার (১৫/০৭/২০২৪) বেলা ১২টায় সমিতির কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সম্মেলন সভায় সভাপতিত্ব করেন শেখ নিজামউদ্দীন। এতে বক্তব্য রাখেন- শীবপদ বিশ্বাস, রেজাউল ইসলাম, হরেন্দ্রনাথ বিশ্বাস, শওকত আলী, নিয়াজুল হক, আমির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সভাশেষে সর্ব সম্মতিক্রমে কোটচাঁদপুর উপজেলা পল্লী চিকিৎসক সমিতি’র ২৩ সদস্য বিশিষ্ঠ দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।