সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম ফারুক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলো মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান রঘুনাথ রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সরফরাজ হোসেন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহীনা, কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ, ইউ,পি চেয়ারম্যান জাহিদুজ্জামান লিমন, মোঃ আতাউর রহমান, সঞ্জয় কুমার মিত্র, সত্যজিৎ রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।