চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগানে বলেন, ‘আমি কে, তুমি কে? রাজাকার, রাজাকার’, ‘কে বলেছে সরকার, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’। বিক্ষোভের এই স্লোগানের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। রোববার রাতে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দীপু মনি লিখেছেন, ‘যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয়, তাদের মুক্তিযুদ্ধের শহীদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করবার কোন অধিকার থাকতে পারে না।
রাত ১টা ৩৯ মিনিটে দেওয়া এই ফেসবুক স্ট্যাটাসটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। মন্ত্রীর পোস্টেই কটাক্ষ করে অনেকে মন্তব্য করেছেন। অনেকে সমর্থনও জানিয়েছেন।
প্রসঙ্গত রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন নিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা না পেলে, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে। রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না? নিজের জীবন বাজি রেখে বিজয় এনে দিয়েছিল বলে সবাই উচ্চপদে আসীন। না হলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো।’ প্রধানমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবমাননা করেছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।