ঝিনাইদহের শৈলকুপায় নগদ টাকা ও গাঁজাসহ মুক্তার হোসেন নামের এক মাদক ব্যবসায়িক আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে।আটক মাদক ব্যবসায়ী উপজেলার গাড়াখোলা গ্রামের আবদুল মান্নানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গাড়াখোলা গ্রামের মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার মাদক ব্যবসায়ীরা প্রতিদিন তার কাছে থেকে নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা কিনে নিয়ে তাদের এলাকায় বিক্রি করে।শৈলকূপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজার, হাটফাজিলপুর বাজার, ধলহরাচন্দ্র, ভাটই বাজার খুলুমবাড়িয়া, গবিন্দপুর কাতলাগাড়ি,শেখপাড়া কচুয়া, তামালতলা ও গাড়াগঞ্জ বাজার এলাকায় রয়েছে তার নিয়োগ করা শতাধিক খুচরা বিক্রেতা। এদের মধ্যে রয়েছে অনেকস্কুল কলেজের ছাত্র ওছাত্রী।
গাড়াকোলার মুক্তার হোসেন দীর্ঘদিন মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত এমন সংবাদ জানতে পেরে শৈলকূপা থানার এস আই মনিরুজ্জামান হাজরা সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দিবাগত সোমবার রাতে অভিযান চালিয়ে হাফ কেজি গাঁজা ও গাঁজা বিক্রি করার১লাখ ১৪ হাজার টাকা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মুক্তার কে তার বাড়ি থেকে আটক করে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান এক লাখ চোদ্দ হাজার টাকা ও হাফ কেজি গাজা সহ গাড়াকুলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মুক্তার কে আটক তার বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।