রামুর জোয়ারিয়ানালা শিক্ষাতরী পাঠাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার, ১৪ জুলাই বিকালে জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইটস্থ পাঠাগার কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন। এতে প্রধান বক্তা ছিলেন- কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন।
জোয়ারিয়ানালা শিক্ষাতরী পাঠাগারের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক দিদার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, জোয়ারিয়ানালা সাঁচি মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাছির উদ্দিন, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুমথ বড়ুয়া, সাবেক ইউপি সদস্য জসিমুল ইসলাম, জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের সভাপতি তারেক উদ্দিন মিশু, জোয়ারিয়ানালা শিক্ষাতরী পাঠাগারের অর্থ সম্পাদক মোহাম্মদুল হক ও সংবর্ধিত অতিথি তরুন আইনজীবী ইমরানুল হক। অনুষ্ঠানে জোয়ারিয়ানালা ইউনিয়ন থেকে সদ্য এসএসসি উত্তীর্ণ ২০ জন মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে তরুন আইনজীবী ইমরানুল হককে সংবর্ধিত করা হয়। অতিথিবৃন্দ তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এতে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- দেলোয়ার হোসেন নয়ন। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জোয়ারিয়ানালা শিক্ষাতরী পাঠাগারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন বলেন- কষ্ট ছাড়া কারো জীবনে সফলতা আসেনা। এজন্য নিজেদের কাক্সিক্ষত স্বপ্নপূরণে ছাত্রজীবনে অধ্যাবসায়ে কঠোর পরিশ্রম করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন বলেন- প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। অন্যের সফলতায় সফলতায় ইর্ষান্বিত না হয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। যেভাবে শিক্ষাতরী পাঠাগার এলাকার মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষাবৃত্তি প্রদান করে ভূমিকা রাখছে।
তিনি বলেন- জোয়ারিয়ানালা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। শিক্ষা, রাজনীতি, দর্শনীয় স্থানসহ নানাক্ষেত্রে এ ইউনিয়নের গুরুত্ব দেশজুড়ে স্বীকৃত। এ ইউনিয়নকে আরও সমৃদ্ধ করতে হলে প্রয়োজন সুশিক্ষিত জনগোষ্ঠি। তাই এখানে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় অনেক বেশী এগিয়ে যেতে হবে। অর্থাভাবে যেন কেউ শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। এজন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা দেয়া হবে।